মহিলা কবাডিতে সেরা বনকাঠি

0
1046

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর আন্তঃ মহকুমা মহিলা কবাডি প্রতিযোগিতায় সেরার সম্মান পেল অযোধ্যা বনকাঠি।

উত্তেজনাকর ফাইনালে তারা দুর্গাপুর রয়েল ক্লাবকে ৩৭-৩৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একদিনের এই প্রতিযোগিতার আয়োজন করেছিল দুর্গাপুর মহকুমা কবাডি সংস্থা।

ইস্পাতনগরী এজোনের হর্ষবর্ধন রোডের অ্যাটলাস ক্লাব ময়দানে অনুষ্ঠিত মহিলাদের এই কবাডি প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। আসানসোল,সালানপুর,দুর্গাপুরসহ মোট ৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here