এবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকান সুন্দরী

0
1060

ডেটলাইন ওয়েব ডেস্কঃ এ বছর মিস ওয়ার্ল্ড হলেন মেক্সিকোর সেরা সুন্দরী ভ্যানেসা পনস ডি লিওন। এবারই প্রথম মেক্সিকোর কোন সুন্দরী এই বিশ্ব খেতাব পেলেন। গতবছর এই খেতাব জিতেছিলেন ভারতীয় সুন্দরী মানুষী ছিল্লর। শনিবার রাতে চীনের সানাইয়া সিটি এরেনা মঞ্চে এই প্রতিযোগিতার নিয়ম মেনে বর্তমান মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী ভারতের মানুষী ছিল্লর। এ বছর ছিল এই প্রতিযোগিতার ৬৮তম আসর। মোট ১১৮টি দেশের সেরা সুন্দরীরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। ২৬ বছর বয়সী ভেনেসা একজন মডেল ও সঞ্চালক। সেই সঙ্গে অভিবাসী মেয়েদের সহায়তায় পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রের পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত। উল্লেখ্য, ১১৮ জনের মধ্যে ভারতের সেরা সুন্দরী অনুকৃতি ব্যাসও ছিলেন। কিন্তু তিনি শেষ ৩০ জনের মধ্যে থাকলেও চূড়ান্ত ১২ জনের মধ্যে পৌঁছতে না পারায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here