ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি

0
1150

ডেটলাইন ওয়েব ডেস্কঃ বলিউডে আবারও ক্যানসারের ছোবল। এবার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি। ইরফান খান এবং সোনালি বেন্দ্রের পর এবার বলিউডের আরও এক অভিনেত্রীর জীবনে নেমে এল অনিশ্চয়তা। জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তইনি। এই মুহূর্তে ক্যান্সারের স্টেজ থ্রি-তে রয়েছেন বলে সোশ্যাল সাইটে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন নাফিসা নিজেই। রাজনীতিতেও তিনি আসেন। কংগ্রেসের সদস্য ছিলেন নাফিসা আলি। এছাড়াও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েন তিনি। ১৯৭৯ সালে শশী কাপুরের ‘জুনুন’ সিনেমায় বলিউডে তাঁর আত্মপ্রকাশ। তারপর ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সাহেব বিবি আউর গ্যাংস্টার থ্রি’-এর মত একাধিক  জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন নাফিসা আলি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here