ডেটলাইন দুর্গাপুরঃ আসামে পাঁচজন বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় আজ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসামের এই নারকীয় হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং তাঁর ট্যুইটারে ঐ হত্যাকান্ডের প্রতিবাদে আজ সারা রাজ্যে দলের কর্মীদের মিছিল করতে বলেন। সেই নির্দেশ মেনেই রাজ্যের অন্য জায়গাগুলির সঙ্গে দুর্গাপুরেও সিটি সেন্টারে এক প্রতিবাদ মিছিল করে তৃণমূল। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে প্রভাত চট্টোপাধ্যায়,দেবাশীষ আচার্য,রমাপ্রসাদ হালদারসহ দলের কর্মীরা অংশ নেন। মিছিলটি এডিডিএর সামনে থেকে বের হয়ে সিটি সেন্টার চত্বর পরিক্রমা করে। ২ নম্বর ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস জানান,আসামে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবেই সেখানে পাঁচ বাঙালি যুবককে হত্যা করা হয়েছে। তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য,গতকাল সন্ধ্যেবেলা আসামের তিনসুকিয়ার খেড়বাড়ির ধোলা সাদিয়া এলাকায় জঙ্গিরা পাঁচজন বাঙালি যুবককে একটি ধাবা থেকে তুলে একটি সেতুর কাছে নিয়ে যায় এবং সেখানে তাঁদের হাঁটু মুড়ে লাইন দিয়ে বসতে নির্দেশ দেয়। এরপর নির্বিচারে গুলি করে তাদের হত্যা করা হয়। এই ঘটনার কথা জানাজানি হতেই একদিকে আসামের তিনসুকিয়ায় তীব্র অসন্তোষ ছড়াতে শুরু করেছে । কলকাতাসহ জেলায় জেলায় দোষীদের শাস্তি এবং বাঙালিদের নিরপত্তার দাবি জোড়ালো হয়ে উঠছে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...