ডেটলাইন মুম্বইঃ বডিউডে বিয়ের ধূম। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির হাই ভোল্টেজ বিয়ের পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছে বলিউডের দুই হিট নায়ক নায়িকা রণবীর ও দীপিকা। এরমধ্যেই জানা গেছে আগামী বছরের ৮ মে বলি তারকা সোনম কাপুর এবং আনন্দ আহুজার চার হাত এক হতে চলেছে। এরই মধ্যেই রণবীর-দীপিকার বিয়ের খবরে সরগরম বলিউড। অনেকদিন ধরেই দীপিকা পাড়ুকোন এবং রণবীরের সিংয়ের বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন চলছে। অবশেষে জানা গেছে ১৪ নভেম্বর হতে চলেছে এই বিয়ে। আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বিয়ের কার্ড পোস্ট করেছেন দীপিকা। সেখানে বলা হয়েছে ১৪ ও ১৫ নভেম্বর দু’জনের চারহাত এক হবে। এজন্য তাদের সব শিডিউল ওই সময় ফাঁকা রাখছেন তারা। জানা গেছে, বিরাট – অনুষ্কার মতো দীপিকা-রণবীর জুটিও ইতালিতে তাদের বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ ছবির শুটিং তাদের বিয়ের তারিখের আগেই শেষ হবে। হয়তো ছবিটির সামান্য কিছু কাজ বাকী থাকবে। অন্যদিকে,অনেক ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব এলেও দীপিকা এখনও নতুন কোনা প্রোজেক্টে হাত দেননি। সূত্র আরও জানিয়েছে, ইতালিতে দীপিকা-রণবীরের বিয়েতে শুধু আত্মীয়স্বজনরাই উপস্থিত থাকবেন। তবে মুম্বইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে বিশাল আয়োজন। সেখানে তাদের বন্ধুবান্ধবসহ বলিউডের সহকর্মীরা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, বলিউডি গুঞ্জনে এটাই প্রচলিত যে ২০১৩ সালে ‘রামলীলা’ ছবির শুটিং করার সময় দীপিকা-রণবীর সিংয়ের সম্পর্কের শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই বিগত সময় ধরে তাদের বিয়ে নিয়ে নানা কথা শোনা যেতে থাকে। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত বিতর্কিত ‘পদ্মাবত’ ছবিতেই শেষবার দেখা গেছে এই তারকা জুটিকে।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...