নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়ছেন দীপিকা – রণবীর

0
1861

ডেটলাইন মুম্বইঃ বডিউডে বিয়ের ধূম। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির হাই ভোল্টেজ বিয়ের পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছে বলিউডের দুই হিট নায়ক নায়িকা রণবীর ও দীপিকা। এরমধ্যেই জানা গেছে আগামী বছরের ৮ মে বলি তারকা সোনম কাপুর এবং আনন্দ আহুজার চার হাত এক হতে চলেছে। এরই মধ্যেই রণবীর-দীপিকার বিয়ের খবরে সরগরম বলিউড।  অনেকদিন ধরেই দীপিকা পাড়ুকোন এবং রণবীরের সিংয়ের বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন চলছে। অবশেষে জানা গেছে ১৪ নভেম্বর হতে চলেছে এই বিয়ে। আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বিয়ের কার্ড পোস্ট করেছেন দীপিকা। সেখানে বলা হয়েছে ১৪ ও ১৫ নভেম্বর দু’জনের চারহাত এক হবে।  এজন্য তাদের সব শিডিউল ওই সময় ফাঁকা রাখছেন তারা। জানা গেছে, বিরাট – অনুষ্কার মতো দীপিকা-রণবীর জুটিও ইতালিতে তাদের বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ ছবির শুটিং তাদের বিয়ের তারিখের আগেই শেষ হবে। হয়তো ছবিটির সামান্য কিছু কাজ বাকী থাকবে। অন্যদিকে,অনেক ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব এলেও দীপিকা এখনও নতুন কোনা প্রোজেক্টে হাত দেননি। সূত্র আরও জানিয়েছে, ইতালিতে দীপিকা-রণবীরের বিয়েতে শুধু আত্মীয়স্বজনরাই উপস্থিত থাকবেন। তবে মুম্বইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে বিশাল আয়োজন। সেখানে তাদের বন্ধুবান্ধবসহ বলিউডের সহকর্মীরা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, বলিউডি গুঞ্জনে এটাই প্রচলিত যে ২০১৩ সালে ‘রামলীলা’ ছবির শুটিং করার সময় দীপিকা-রণবীর সিংয়ের সম্পর্কের শুরু হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই বিগত সময় ধরে তাদের বিয়ে নিয়ে নানা কথা শোনা যেতে থাকে। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত বিতর্কিত ‘পদ্মাবত’ ছবিতেই শেষবার দেখা গেছে এই তারকা জুটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here