অমৃতসরে দশেরাকান্ডে পাঞ্জাবে শোক দিবস,বাতিল বহু ট্রেন

0
1050

ডেটলাইন ওয়েব ডেস্কঃ অমৃতসরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার জেরে শনিবার পাঞ্জাবের সমস্ত সরকারী দফতর বন্ধ থাকে এবং দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হয়। এদিন সকাল থেকে ১০টি এক্সপ্রেস ট্রেন ও ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। নর্দার্ন রেল সূত্রে জানা গেছে,১৬টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর ১৮টি ট্রেনের রুট ছোট করে দেওয়া হয়েছে। জলন্ধর ও অমৃতসরের মধ্যে কোনও ট্রেন চলাচল করছে না। গতকাল সন্ধ্যেবেলা রেললাইনের ধারেই চলছিল রাবণ বধের অনুষ্ঠান। রাবণ বধের পর আগুনের আঁচ থেকে বাঁচতে রেললাইনের দিকে ছুটে যায় দর্শকরা। সেই সময় সেখান দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল অমৃতসর এক্সপ্রেস। ওই ট্রেন থেকে বাঁচতে গিয়ে পাশে সরে যান অনেকে। সেখানে তখন আবার জলন্ধর সিটি গামী ডিএমইউ চলে আসে। তখনই ট্রেনের ধাক্কায় বহু মানুষের মৃত্যু হয় বলে জানা গেছে। এই সময় রেল গেটও বন্ধ ছিল। রেল লাইনের পাশে পাঁচিল থাকায় মানুষ আর কোন দিকে বের হতে পারেননি। অমৃতসরে ট্রেন দূর্ঘটনায় মৃত ৬১ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় জানা গেছে বলে সূত্রের খবর।

আহতরা ভর্তি আছেন অমৃতসরের সাতটি হাসপাতালে। মৃতদের মধ্যে ২৯ জনের ময়নাতদন্ত করা হয়েছ। মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭২ জন। ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অমৃতসর এবং মানয়ালের মাঝে ২৭ নম্বর গেটের কাছে জোড়া ফটক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রেলের তরফে।  পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন,মৃতদের পরিবারগুলির জন্য জেলা শাসককে ৩ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের তরফে দুর্ঘটনায় জখমদের বিনামূল্যে চিকিত্সা এবং ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে। রিপোর্ট আসতে ৪ সপ্তাহ সময় লাগবে। এর পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ঘাতক ট্রেনের চালক জানিয়েছেন, গ্রিন সিগন্যাল ছিল। লাইনে এত মানুষের বসে থাকা দূর থেকে দেখা যায়নি। রেলের সাফাই, লাইনে বসে থাকা উচিত হয়নি তাঁদের। এদিকে রাবন পোড়া দেখার পর স্বজনদের অনেকেই বাড়িতে ফিরে না আসায় কান্নার রোল উঠেছে সেখানকার বহু বাড়িতে। ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ”অমৃতসরের ট্রেন দুর্ঘটনার খবরে শোকাহত। ঘটনাটি হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি। আধিকারিকদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছি”। সেইসঙ্গে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ট্যুইটারে বলেছেন,”অমৃতসরে দশেরার অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। শোকপ্রকাশের কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here