ডেটলাইন ওয়েব ডেস্কঃ আবারও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হল ভারত। গোপন ব্যালটে ভোটদান করে মানবাধিকার পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র। জয়ের জন্য দরকার ৯৭ সদস্যের সমর্থন। কিন্তু দেখা যায় গোপন ব্যালটে ভারতের পক্ষে পড়েছে ১৮৮ ভোট। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগ থেকে সর্বোচ্চ মোট ১৮৮ ভোট পেয়ে ভারত আগামী তিন বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছে। ভারতের সঙ্গে এই পরিষদের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ফিজি, বাহরিন ও ফিলিপিন্স৷ ২০১৯ এর ১ জানুয়ারি থেকে কার্যকালের মেয়াদ শুরু হবে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের নতুন ১৮ সদস্য বেছে নেওয়ার জন্য সাধারণ সভায় ভোটগ্রহণ নয়। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত ছাড়াও সদস্য হওয়ার দৌড়ে ছিল বাহরিন, বাংলাদেশ, ফিজি ও ফিলিপিন্স। রাষ্ট্রসংঘ নিয়োজিত ভারতীয় দূত সৈয়দ আকবরুদ্দিন জানিয়েছেন, বিশ্ব রাজনীতিতে ভারতের সক্রিয় উপস্থিতির জন্যই এই সাফল্য এসেছে।