ডেটলাইন দুর্গাপুরঃ সামান্য কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে শহরে পরিষেবা বন্ধ করে দেয় মিনিবাস। তারা সরকারের সঙ্গে কোন সহযোগিতা করে না। তাদের সতর্ক করে দিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে তিনি মিনিবাস মালিকদের প্রচ্ছন্ন হুঁশিয়ারী দিয়ে বলেন,তেমন হলে মিনিবাসের রুটগুলিতে আমরা সরকারের ছোট বাস পরিষেবা চালু করে দেব। আজ শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার নির্মিত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসের নতুন একটি অফিসের উদ্বোধন করতে আসেন মন্ত্রী। সেখানেই তিনি দুর্গাপুরের মিনিবাস পরিষেবা নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেন। এদিন একই সঙ্গে চারটি রাত্রীকালীন বাস পরিষেবারও তিনি সূচনা করেন এখানে। এগুলি আসানসোল থেকে দুর্গাপুর,বিষ্ণুপুর , মেদিনীপুর হয়ে খড়গপুর পর্যন্ত এবং দুর্গাপুর থেকে বর্ধমান , আরামবাগ , ঘাটাল , মেচেদা হয়ে হলদিয়া পর্যন্ত চলাচল করবে। হলদিয়া বাসটি রাত ৮ টা ১০ এবং খড়গপুর বাসটি ৮ টা ৩০ মিনিটে ছাড়বে বলে জানা গেছে। মন্ত্রী জানান খুব শিঘ্রই আসানসোল ও দুর্গাপুরের মধ্যেও রাত্রিকালিন বাস পরিষেবা চালু করার ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী নভেম্বরের মধ্যে দুর্গাপুরে ২০টি সিএনজি বাস চালু করা হবে। উল্লেখ্য,দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও এডিডিএর উদ্যোগে সিটি সেন্টারে আন্ত রাজ্য বাস টার্মিনাস চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন,তার জন্য এডিডিএর পক্ষে সব পরিকল্পনা পরিবহন দফতরে জমা পড়েছে। শিঘ্রই তার অনুমোদন দেওয়া হবে। তিনি আরও জানান,দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উন্নয়নে নতুন ৭০টি বাস কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। শিঘ্রই এসবিএসটিসি বাস গুলি পেয়ে যাবে। এদিন মন্ত্রী আরও জানান,শহরের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুপারিশ মতো তিন কোটি টাকা অনুমোদন করা হয়েছে। তার মধ্যে প্রায় দু কোটি টাকা পেয়ে গেছে পুলিশ কমিশনারেট। সেই টাকায় শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি লাগানো হয়েছে এবং পথ নিরাপত্তার জন্য স্পিড ল্যাডার গান কেনা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী মলয় ঘটক,এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী , দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ,সংস্থার এমডি কিরণকুমার গোদালা,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী প্রমূখ।