আলাপের গণপতি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান

0
1287

ডেটলাইন দুর্গাপুরঃ এই মুহূর্তে দেশ জুড়ে চলছে গণপতি উৎসবের উন্মাদনা। পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় চলছে গণেশ আরাধনা। বাদ নেই শহর দুর্গাপুরও। এই শহরেও বিভিন্ন জায়গায় গণেশ পুজর আয়োজন করা হয়েছে। এ গুলির মধ্যে অন্যতম হল দুর্গাপুর স্টেশন বাজার এলাকার আলাপ ক্লাবের পরিচালনায় ১৮ তম বর্ষের গণপতি উৎস। বুধবারই ১০ দিন ব্যাপি এই উৎসবের শুভ সূচনা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ হল আলাপ সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত প্রত্যেক দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন আজ এই মঞ্চে ছিল ভক্তিগীতি, ভজন ও ভোজপুরি গান। পরিবেশনায় ছিল পূর্বাঞ্চল সেবা সমিতি, পঞ্চমুখী বালাজি গ্রাম। এই সঙ্গীতানুষ্ঠান ঘিরে দর্শক ও শ্রোতাদের মধ্যে দেখা গেল প্রবল আগ্রহ ও উন্মাদনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলাপ ক্লাবের পক্ষ থেকে কিছু সামাজিক কর্মসূচীও নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সাধারন মানুষকে সচেতন করার লক্ষে মেলাতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। নিঃসন্দেহে এটা এক মহৎ উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here