চলে গেলেন এম করুণানিধি

0
847

ডেটলাইন নিউজ ডেস্কঃ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এম করুণানিধি। বয়স হয়েছিল ৯৪ বছর। মূত্রনালীতে সংক্রমণ, জ্বর সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। গত ২৯ জুলাই থেকে কাবেরী হাসপাতালে আইসিইউ-তে ছিলেন করুণানিধি৷ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার রাত থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। মঙ্গলবারও সেই অবস্থার কোন উন্নতি হয়নি বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় তামিলনাড়ুর কাবেরী হাসপাতালের সামনে হাজার হাজার মানুষ ভীড় করেন। অনেককেই বুক চাপরে কাঁদতে দেখা যায়। বাংলার মুখ্যমন্ত্রী আজই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা করুনানিধির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here