ডেটলাইন কলকাতাঃ ‘আগামী ২১ জুলাই হোক ভারত জয়ের ২১ জুলাই৷’ ধর্মতলার এবারের ২১ জুলাইয়ের শহীদ দিবস ছিল আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস। কাজেই এই সমাবেশকে যে দিল্লি জয়ের পথে হাতিয়ার করতে চান তৃণমূল সুপ্রিমো সেটা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। বাস্তবিকই মমতা বন্দ্যোপাধ্যায় সেই টার্গেটকেই সামনে রেখে আগামী দিনের দলীয় কর্মসূচীর কথা ঘোষণা করলেন। বিরোধীদের একত্রিত করে বিজেপিকে উচ্ছেদ করার লক্ষ্যকে সফল করতে একুশের মঞ্চ থেকেই ‘দিল্লি দখল’-এর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর ১৯ জানুয়ারি ‘দিল্লি দখল’ করা হবে বলে এদিন ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা ঘোষণা করেন, ২০১৯-এর ১৯ জানুয়ারি ব্রিগেডে একটি সভার আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন অ-বিজেপি দলের সব নেতারা। সারা ভারতের বিজেপি বিরোধী সব নেতাকে সেদিন তৃণমূলের ব্রিগেড সমাবেশে নিয়ে আসা হবে বলে জানান মমতা। তিনি আরও বলেন, সেই ব্রিগেড সমাবেশ থেকেই সংগঠিত করা হবে ফেডারেল ফ্রন্ট। এই ফেডারেল ফ্রন্ট-ই ২০১৯ সালে দিল্লির মসনদ থেকে বিজেপিকে উপড়ে ফেলবে। তিনি আরও বলেন,‘আজকের ২১-শের লক্ষ্যে লোকসভায় ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই জিততে হবে৷’ সভায় বিজেপিকে চ্যালেঞ্জের পাশাপাশি বাংলার উন্নয়ন নিয়েও তিনি আলোকপাত করেন। এরসঙ্গেই তিনি সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ তুলে বলেন,‘পশ্চিমবঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেই প্রশ্ন ওঠে। উত্তরাখণ্ড, সিকিমে পঞ্চায়েত ভোটে ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে। তাহলে বাংলার ক্ষেত্রে প্রশ্ন উঠবে কেন?’
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...