ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম লুই আর্থার চার্লস

0
4089

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম রাখা হল লুই আর্থার চার্লস। এই নামকরণ করেছেন ডিউক আর ডাচেস অফ কেমব্রিজ। এই দম্পতির তৃতীয় সন্তান আর দ্বিতীয় পুত্রের জন্ম হয় গত ২৩ এপ্রিল লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টা এক মিনিটে।

কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে ‘হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অফ কেমব্রিজ’ নামে। তাদের আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম জর্জ ও শার্লট।

ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় তার অবস্থান পঞ্চম। বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও রয়েছে লুই নামটি। এই নামটি ছিল লর্ড মাউন্টব্যাটেনের নামেরও অংশ, যিনি ১৯৭৯ সালে আইআরএ হামলায় নিহত হন। প্রিন্স চার্লসের জীবনে তার কাকা  লর্ড মাউন্টব্যাটেনের অনেক প্রভাব ছিল। নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজীকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার।

এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজীকরদের তালিকায় চতুর্থ। ব্রিটেনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১ তম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here