পায়ে ব্যথা? বাঁধুন বাঁধাকপি

0
3469

দেখতে দেখতে শীতের মরশুম শুরু। আর শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি। সব সবজি আমাদের উপকারে লাগে কিন্তু এর মধ্যে অন্যতম হল বাঁধাকপি। খেতে যেমন ভাল, তেমনই এর রয়েছে বহু উপকারিতা।

ওজন কমাতে, গাঁটের ব্যাথা দূর করতে বাঁধাকপির জুড়ি নেই নাকি। এ ছাড়া, বাঁধাকপির মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, তাই এটি ত্বকের পক্ষেও খুব ভাল। এছাড়াও বাঁধাকপিতে পটাশিয়ম, আয়রন, ভিটামিন থাকার ফলে শরীরে শক্তি সঞ্চয় করে। কিন্তু শুধু বাঁধাকপি খেয়ে নয়, বাঁধাকপি শরীরে বেঁধে সারিয়ে ফেলতে পারেন কয়েকটি রোগ। প্রায় অনেকেরই গাঁটে ব্যাথা হয়। আবার শরীরে কোনও অংশে রক্ত চলাচল করতে না পারলেও ব্যাথা হয়। সেখানে বাঁধাকপি বেঁধে রাখলে মিলবে ব্যাথা থেকে রেহাই।

কিভাবে পায়ে বাঁধবেন বাঁধাকপি ?

প্রথমেই দরকার, বাঁধাকপি, অ্যালুমুনিয়াম ফয়েল, ব্যান্ডেজ বা গজ। এবার বাঁধাকপির পাতাগুলি বের করে ধুয়ে নিন। তারপরে শক্ত ডাটাগুলি বের করে ফেলে দিন। যে নরম পাতাগলি বেঁচে থাকল, সেগুলি অ্যালুমুনিয়াম ফয়েলে বেঁধে ফেলুন। এবারে বাঁধাকপির পাতা ভরা অ্যালুমুনিয়াম ফয়েলকে গরম করুন। শরীরে যেখানে ব্যথা, সেখানে বাঁধাকপির পাতা ভরা অ্যালুমুনিয়াম ফয়েল লাগান। পরে ওর উপর দিয়ে গজ বা ব্যান্ডেজ লাগিয়ে বেঁধে রাখুন। এই ভাবে ১ ঘণ্টা রেখে দিন। প্রায়ই এই পদ্ধতি ব্যবহার করুন। এতে ব্যাথা কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here