পাওয়ার ব্যাঙ্কের ভেতরে মাটি,ধৃত বিক্রিতে

0
2262

ডেটলাইন আসানসোলঃ পাওয়ার ব্যাঙ্কের ভিতরে মাটি ভরে বিক্রি করার অভিযোগে এক বিক্রেতাকে গণ ধোলাই দিল এলাকার লোকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলটির নিয়ামতপুরে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই বিক্রেতা যুবক এলাকায় মোবাইলের চার্যের পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করছিল। হঠাৎই কয়েকজন ক্রেতা উৎসাহী হয়ে সেগুলি খুলে দেখতেই দেখে ভেতরে মাটি ভরা। তখনকার মতো তাকে ছেড়ে দেওয়া হলেও কয়েকদিন পরেই সে ফের এলাকায় পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করতে এলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। তাকে বেধড়ক গণপ্রহারও দেওয়া হয়।  খবর পেয়ে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here