ডিপিএল বাঁচাতে আমাদের ইতিবাচক ভূমিকা থাকবেঃ শুভেন্দু অধিকারী

0
1739

ডেটলাইন দুর্গাপুরঃ “ডিপিএলের জমি রক্ষার লড়াইয়ে আমরা থাকব। ডিপিএলকে বাঁচাতে আমাদের ইতিবাচক ভূমিকা থাকবে”। ডিপিএলের জমি বিক্রি এবং বস্তিবাসীদের পুনর্বাসন সহ একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিরোধীরা। ইতিমধ্যে এই আন্দোলনে সামিল হয়েছে সিপিএম। অন্যদিকে, বিজেপিও ডিপিএল গেটের সামনে গত বৃহস্পতিবার থেকে সাত দিনের লাগাতার অবস্থান-বিক্ষোভ শুরু করেছে। এদিন সেই সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে এই কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা আমাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। তাই আমরাও বিধানসভার ভিতরে এবং বাইরে মানুষের জন্য লড়াই করব”। প্রসঙ্গত, রুগ্ণ ডিপিএলকে বাঁচাতে এই সংস্থার উদ্বৃত্ত জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত ৮ জুলাই নবান্নে পূর্তমন্ত্রী মলয় ঘটকের পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেখানে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও ছিলেন। এরপরই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও ডিপিএলের আধিকারিকেরা ডিপিএলে উদ্বৃত্ত জমি পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরী করছেন বলে জানা গেছে।  এরপর থেকেই বিরোধী দলগুলি ডিপিএলের জমি বিক্রি করে সেই অর্থ ঠিক কিভাবে ও কোথায় ব্যবহার করা হবে,সেই বিষয়টি খোলাখুলিভাবে জানানোর দাবিতে সোচ্চার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here