ডেটলাইন ওয়েব ডেস্কঃ বর্তমানে প্রযুক্তি জগতে গুগলের গুরুত্ব অপরিসীম। আমাদের দৈনন্দিন জীবনে গুগল ভয়েস সার্চের বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু সেখানে বাংলা ভাষায় সার্চ করার সুযোগ ছিল না। অবশেষে গুগল ভয়েস সার্চে এখন যুক্ত হয়েছে বাংলা ভাষাও। এতদিন কেবল ইংরাজি ছাড়া ভারতীয় ভাষা হিসেবে একমাত্র হিন্দি ভয়েস সার্চে ব্যবহার করা যেত। বাংলা ছাড়াও তালিকায় স্থান পেয়েছে মালায়লম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি ও উর্দু। গুগলের টেকনিক্যাল প্রোগ্রাম বিভাগের তরফে জানানো হয়েছে এই সুবিধা পাওয়া যাবে জিবোর্ড ও অ্যান্ড্রয়েড উভয় ফোনেই। এছাড়াও, গুগল অ্যাপের মাধ্যমে সার্চ করতে গেলেও এই সুবিধা পাওয়া যাবে। গুগল অ্যাপে ভয়েস সেটিং মেনুতে গিয়ে সেটিং বদলে এই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।