ডেটলাইন নিউজ ডেস্কঃ বিশ্ব এখন এইডস নিয়ে সচেতন। মৃত্যু হার ধীরে ধীরে কমছে শুধু তাই নয়,অধিকাংশ এইডস আক্রান্ত রোগী চলে এসেছে জীবনদায়ী চিকিৎসার অধীনে। তারই প্রমান পাওয়া গেল রাষ্ট্রসংঘের রিপোর্টে। রাষ্ট্রসংঘ তার রিপোর্টে জানিয়েছে,২০০৫ সালে এইডসে মৃত্যু হয়েছিল প্রায় ২০ লক্ষ রোগীর। ২০১৬ সালে এসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ লক্ষে।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০১৬ সালে ৩ কোটি ৬৭ লক্ষ এইচআইভি আক্রান্তদের মধ্যে চিকিৎসা চলছে ১ কোটি ৯৫ লক্ষের। এতে এইডস আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত বছর ১৮ লক্ষ নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ১৯৯৭ সালে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ লক্ষের বেশি। রাষ্ট্রসংঘের এইডস দপ্তরের ডিরেক্টর মাইকেল সিবিডে জানিয়েছেন, সমাজে সচেতনতা অনেক বেড়েছে। এইডস রোগীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছে পরিবার এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। বিশ্ব থেকে এইডসকে দূরে সরাতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।