আজ ৮ বছরে পা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

0
2461

মীনা খাতুনঃ সারা রাজ্য জুড়ে আজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন সবাই মাতামাতি করছে তখন প্রায় নিঃশব্দেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পদার্পণ করল অষ্টম বর্ষে। আজকের দিনেই মানুষের রায়ে পশ্চিমবঙ্গে নতুন সরকারের আবির্ভাব ঘটেছিল। আজ, সোমবার সাত পেরিয়ে আট বছরে পা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন  তৃণমূল সরকার। একটানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্য রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন এনে দিয়েছেন মমতা।

২০১১ সালে আজকের  দিনেই বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত  হয়েছিল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোশ্যাল মিডিয়ায় সেদিনের কথা মনে করিয়ে দিয়েছেন। গত সাত বছরে দ্বিতীয় বিধানসভা ও লোকসভা সহ বিভিন্ন স্তরের নির্বাচনে তৃণমূলের বিজয়রথ ছুটে চলেছে। খুব অল্প সময়ের মধ্যেই অতীতের সব রেকর্ড ছাপিয়ে রাজ্যের রাজনৈতিক আধিপত্যে শীর্ষে রয়েছে তৃণমূল। রাজ্য সরকারের উপর মানুষের আস্থা ক্রমশ বেড়ে চলেছে। গরীব ও সাধারন মানুষের জন্য একাধিক প্রকল্প তিনি রূপায়ন করেছেন। এসবের মধ্যে বিশ্ব দরবারে সেরার স্বীকৃতি পেয়েছে তাঁর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প।  মমতা তাঁর সোশ্যাল মিডিয়া মারফত বলেছেন, এই সাত বছর মানুষ তাঁদের উপর আস্থা রেখেছে। তাঁর সরকারের এই বর্ষপূর্তিতে মা-মাটি-মানুষকে নতমস্তকে অভিবাদন জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here