বিশ্ব রক্তদাতা উৎসব দুর্গাপুরের শ্যাম মন্দিরে

0
1045

ডেটলাইন দুর্গাপুরঃ জল ছাড়া মানুষ যেমন বাঁচে না ঠিক তেমনই মানুষের শরীরের এক অমূল্য সম্পদ হল রক্ত। বিশ্বজুড়ে প্রতিদিন এক ব্যাপক পরিমান রক্তের প্রয়োজন হয়। দুর্ঘটনা হোক কিংবা সাধারন নানা রোগের চিকিৎসার ক্ষেত্রেও মানুষের রক্তের প্রয়োজন হয়। কিন্তু মজার কথা হল মানুষের শরীরে মানুষেরই রক্ত কাজে লাগে। তাই একজন মানুষই পারে অন্য একজন মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে বাঁচাতে। বিভিন্ন সরকারী ব্লাড ব্যাঙ্কে এবং অনেক বেসরকারী হাসপাতালেও ব্লাড ব্যাঙ্ক আছে। চিকিৎসাধীন রোগীদের সেই সব ব্লাড ব্যাঙ্ক থেকেই রক্ত দেওয়া হয়। যেহেতু রক্ত বিক্রি হয় না এবং যত্রতত্র রক্ত পাওয়া সম্বব নয়, তাই সাধারন মানুষের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই রক্ত জমা হয় ব্লাড ব্যাঙ্ক গুলিতে। রক্তদাতাদের সেই মহান ভুমিকার কথা স্মরণে রেখেই প্রতিবছর ১৪জুন পালিত হচ্ছে ‘বিশ্বরক্তদাতা’ দিবস। রাজ্যের নানা জায়গার সঙ্গে শহর দুর্গাপুরেও দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুর নগর নিগমের ৪নং বোরোর অধীন ক্লাব গুলির পরিচালনায় এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির  এর সহযোগিতায় ৩বর্ষ  মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হল সগর ভাঙ্গা জোনাল সেন্টারের শ্যাম মন্দির কনফারেন্স হলে। এই দিনের শিবিরে বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজে রক্তদান করে এই শিবিরের রক্তদানের শুভ সূচনা করেন। এই শিবিরে প্রায় ২০০ জন রক্তদান করেছেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, মহকুমা শাসক অনির্বাণ কোলে, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, মেয়র পারিষদ রাখী তেওয়ারি, বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ভলান্টারী ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত শিবিরের উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here