ডেটলাইন ওয়েব ডেস্কঃ অন্যান্য বারের তুলনায় সদ্য সমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচন একাধিক নজির গড়েছে। ৫০ বছর বাদে এবারই প্রথম তিন শতাধিক আসন নিয়ে একাই কোনও দল ক্ষমতায় এল। সব থেকে উল্লেখযোগ্য, ১৯৫২ সালের পর এবারই প্রথম ১৪ শতাংশ মহিলা সাংসদ জিতেছেন লোকসভা নির্বাচনে। পঞ্চদশ এবং ষোড়শ লোকসভা ভোটে যথাক্রমে ৫২ এবং ৬৪ জন মহিলা সাংসদ জিতেছিলেন। এবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮। তবে রেকর্ড সংখ্যক নারী বিজয়ী হলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সংখ্যাটা কম। সারা বিশ্বে গড়ে ২৪ শতাংশ নারী সাংসদ থাকেন। এমন কী দক্ষিণ এশিয়ায় মহিলা সাংসদের পরিমাণ গড়ে ১৮ শতাংশ। যাই হোক এবার ৫৪২ জন সাংসদের মধ্যে ৭৮ জন মহিলা সাংসদ। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ থেকেই যথাক্রমে ১১ জন করে মহিলা সাংসদ রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে ৯ জন তৃণমূলের আর ২ জন মহিলা সাংসদ বিজেপি থেকে। যদিও এখনও সংসদে ৩৩ শতাংশ মহিলাদের আসন সংরক্ষণ বিলটি পাশ হয়নি। এবার বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৭ টিতে তারা মহিলা প্রার্থী দিয়েছে, শতকরা হিসেবে যা ৪১ ভাগ। মোট ২২টি কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল। তারমধ্যে ৯ জন মহিলা সাংসদ আছেন। ভোটের আগে এবারের আন্তর্জাতিক নারী দিবসেই মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, মহিলাদের তিনি বেশি বেশি করে মনোনয়ন দেবেন। সে দিন তিনি বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস হল ভারতের একমাত্র রাজনৈতিক দল, পার্লামেন্টে যাদের ৩৫ শতাংশ নির্বাচিত নারী সদস্য আছে। এটা আর কোনও দলের নেই।” উল্লেখ্য,এবার মোট ৭২৪ জন মহিলা লোকসভা নির্বাচনে লড়েছিলেন। আগের বারের ৪১ জন মহিলাসাংসদের মধ্যে সোনিয়া গান্ধী, হেমা মালিনী সহ ২৭ জন জিতেছেন। নতুন তারকা সাংসদদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, প্রজ্ঞা সিং ঠাকুর, লকেট চ্যাটার্জি, মহুয়া মৈত্র প্রমূখ।













