মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আবাসন পল্লী উন্নয়ন সমিতির চেক প্রদান

0
985

ডেট লাইন দুর্গাপুর: করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা যাতে বেড়ে না যায় সেই লক্ষেই দেশ জুড়ে চলছে লক ডাউন। কিন্তু তা সত্বেও করোনা ভাইরাসের আক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তার মোকাবিলায় রাজ্য জুড়ে নতুন নতুন আইসলেসন সেন্টার ও কয়ারান্টিন সেন্টার। চিকিৎসা পরিকাঠামো উন্নত করতেও প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে। সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবু আরো অর্থের প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে আহ্বান করেছেন। সেই আবেদনে সাড়া মিলছে। যেমন এদিন দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের সুকুমার নগরের আবাসন পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সী রিলিফ ফান্ডে ৫ হাজার টাকার চেক প্রদান করা হল। বিধায়ক বিশ্বনাথ পরিয়ালের হাতে এই চেক তুলে দেন সমিতির সভাপতি রাজেশ পালিত ও সম্পাদক অতনু ঘোষাল। উপস্থিত ছিলেন ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি,৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কী পাঁজা, রিন্টু পাঁজা। রাজেশবাবু জানান, তাদের এই ছোট্ট উদ্যোগ যদি করোনা আক্রান্তদের চিকিৎসায় এতটুকুও কাজে লাগে সেই উদ্দেশেই তাদের এই প্রচেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here