ডেটলাইন ওয়েব ডেস্কঃ এখনই বর্ষা আসার কোন সম্ভাবনা নেই। হ্যাঁ,এমনই পূর্বাভাস মৌসম ভবনের। তাই গরমকে সঙ্গে নিয়েই চলতে হবে সামনের আরও কটা দিন। যদিও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে তবে তাতে গরম কমার কোন সম্ভাবনা এখন নেই। আজ মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, দেশের মূল ভূখণ্ডেই বর্ষা আসার দিন পিছিয়েছে আগামী ৬ জুন পর্যন্ত। সাধারণত জুনের ১ বা ২ তারিখ কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়ে। কিন্তু এবছর তা পিছিয়ে গিয়েছে প্রায় ৫ দিন। এখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের একেবারে দক্ষিণাংশ, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশ, আন্দামান সমুদ্রের দক্ষিণ পূর্বাংশ এবং আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বমধ্যাংশে অবস্থান করছে। আগামী তিন দিনের মধ্যে আরব সাগরের আরও গভীরে তা ছড়িয়ে পড়বে। তাই আগামী কয়েকদিন উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দক্ষিণে উপদ্বীপ প্রান্তে তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টি হতে পারে বলেও ঐ পূর্বাভাসে বলা হয়েছে। অতএব গরম থেকে রেহাই পেতে তথা বর্ষার জন্য আরও বেশ কদিন অপেক্ষা করতেই হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...