ডেটলাইন দুর্গাপুরঃ আগে দায়িত্বে ছিল এডিডিএ। বর্তমানে দুর্গাপুর পুরসভার দায়িত্ব। আবাসনের বাসিন্দারা পানীয় জলের জন্য প্রতি মাসে ২২ হাজার টাকা জমা দেন পুরসভায়। কিন্তু হঠাৎই গত বুধবার সকাল থেকে ২২ নম্বর ওয়ার্ডের অধীন সিটি সেন্টারের গ্রীন ফিল্ড রেসিডেন্সি নামে একটি বহুতল আবাসনে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ১০০টি পরিবারের এখানে বসবাস। আবাসনের বাসিন্দাদের অভিযোগ,একাধিকবার এডিডিএ এবং পুরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি। দুএকবার পুরসভার লোক এসে দেখে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। কাজল ব্যানার্জী নামে এক আবাসিক বলেন, জল কানেকশনের ড্রয়িং খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই সমস্যার সমাধান করতে পারছে না পুরসভা। টানা চারদিন জলের অভাব মেটাতে বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে জল কিনে কোনরকমে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বলে জানান,আবাসিক ইন্দ্রানী মুখার্জী নামে আবাসনের এক বাসিন্দা। জলের অভাবে কয়েকটি পরিবার আবাসন ছেড়ে তাদের আত্মীদের বাড়ি চলে গেছেন বলে জানা গেছে। যদিও পুরসভার তরফে জানানো হয়েছে ঐ আবাসনে জল সরবরাহ ফের স্বাভাবিক করতে তারা চেষ্টা চালাচ্ছেন।