লক ডাউনে রাস্তার অভুক্ত সারমেয়দের খাবার ব্যাবস্থা করল অঙ্গদপুরের নব জাগরণ সংঘ

0
1267

ডেটলাইন বাংলা: করোনা মোকাবিলায় চলছে লক ডাউন। সব কিছু বন্ধ থাকায় স্বাভাবিক জনজীবন বিপন্ন। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। দোকানপাট যেমন বন্ধ তেমনই বন্ধ অফিস আদালত কল কারখানাও। প্রতিকূল এই অবস্থায় মানুষ তাও কোনোভাবে নিজেদের প্রয়োজনীয় রসদ জোগাড় করে নিচ্ছে। কিন্তু অসহায় অবস্থায় পড়েছে রাস্তার সারমেয়রা। দুর্গাপুরের অন্যতম শিল্প তালুক অঙ্গদপুর রাতুরিয়া এলাকা। লক ডাউন থাকায় এখানকার সব হোটেল যেমন বন্ধ তেমনি বন্ধ এখানকার বহু কল কারখানাও। ফলে একদমই খাবার পাচ্ছে না এখনকার স্ট্রিট ডগেরা। তাদের এই অসহায়তার কথা ভেবে এগিয়ে এসেছে অঙ্গদপূর এলাকার নব জাগরণ সংঘ ক্লাব। এদিন থেকেই এই ক্লাবের সদস্যরা এই এলাকার অভুক্ত থাকা সারমেয়দের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা শুরু করল। ক্লাবের সম্পাদক চিন্ময় ঘোষ জানান,আমাদের নজরে এসেছে হোটেল ও কল কারখানা বন্ধ থাকায় খাবার না পেয়ে অনেক কুকুর অসুস্থ হয়ে পড়েছে। তাই তাদের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি। লক ডাউন চলাকালীন এভাবেই স্ট্রিট ডগদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here