ডেটলাইন দুর্গাপুরঃ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর এদিনই প্রথম দুর্গাপুরে দলের একটি বড় কর্মসূচীতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে প্রান্তিকা এলাকায় একটি জনসভায় তিনি বক্তব্য রাখেন। এরপর প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। তাঁর সঙ্গে প্রান্তিকার সভা মঞ্চে এবং রোড শোয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়,দুর্গাপুরের সাংসদ সুরিন্দ্রর সিং আলুওয়ালিয়া, সাংসদ অর্জুন সিং, সাংসদ সুনীল মন্ডল, সাংসদ ডা.সুভাস সরকার, বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, দুর্গাপুর পুরসভার পদত্যাগী বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী সহ অন্যান্য নেতা-নেত্রীরা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...