অনলাইনে বাজি বিক্রি নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

0
1094

ডেটলাইন দিল্লিঃ অনলাইনে কোন বাজি বিক্রি করা যাবে না। দূষণ এবং নির্দিষ্ট সময়ের শর্ত মেনে আতসবাজি পোড়ানোর পক্ষে আজ রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি এবং অশোক ভূষণের বেঞ্চ রায়ে জানিয়েছে, দীপাবলিতে রাত ৮ টা থেকে ১০টা  পর্যন্ত কম মাত্রার দূষণকারী আতসবাজি পোড়ানো যাবে। শব্দবাজির মাত্রা কম ডেসিবেলের মধ্যে থাকতে হবে। বাজি কিনতে হবে একমাত্র লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতার কাছ থেকেই।

অনলাইনে কোন আতসবাজি বিক্রি করা যাবে না। যদি কোন ওয়েবসাইট তা করে তাহলে সেই ওয়েবসাইটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। শুধু দীপাবলিতেই নয়,যে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেই এই নির্দেশ বহাল থাকবে বলে রায়ে বলা হয়েছে। আগে রাত দশটার পর বাজি পোড়ানো নিষিদ্ধ থাকলেও নতুন রায় অনুযায়ী মাত্র ২ ঘন্টা শব্দবাজি পোড়ান যাবে। বড়দিন ও নতুন বছরের অনুষ্ঠানে রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ পর্যন্ত পোড়ানো যাবে বাজি। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে দূষণ বৃদ্ধি পাওয়ায় গত বছর দীপাবলি উপলক্ষে সুপ্রিম কোর্ট বাজি বিক্রি নিষিদ্ধ করে। এই প্রেক্ষিতে বাজি ব্যবসায়ীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন, সম্পূর্ণভাবে নিষিদ্ধ না করে দূষণ নিয়ন্ত্রণে বিধি-নিষেধ করা হোক। এদিনের রায়ে বাজি ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here