‘বেটি বাঁচাও,বেটি পড়াও’ এর প্রচারে দুর্গাপুরে এভারেস্টজয়ী সুনীতা সিং

0
1108

ডেটলাইন দুর্গাপুরঃ কেন্দ্রীয় সরকারের অন্যতম এক পদক্ষেপ ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। এই সরকারী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে ২০১১ সালের এভারেস্টজয়ী হরিয়ানার মেয়ে সুনীতা সিং চোকনকে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘গাছ লাগাও, গাছ বাঁচাও’ সহ একাধিক সামাজিক বার্তা দেশের বিভিন্ন জায়গায় সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ৩২ বছরের সুনীতা গুজরাতের সোমনাথ মন্দির থেকে সিকিম হয়ে নেপাল পর্যন্ত ৫০০০ কিলোমিটার সাইকেল অভিযান শুরু করেছেন। গত ১৫ জুলাই তিনি এই অভিযান শুরু করেছেন। বোকারো হয়ে আজ দুর্গাপুরে আসেন তিনি। দুর্গাপুরের গোপালমাঠে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোটারি ক্লাবের পক্ষ থেকে। সুনীতার হাতে রোটারি ক্লাবের পক্ষ থেকে ফ্ল্যাগও তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here