বড়দিন উপলক্ষ্যে ছোটোদের কেক ও খেলনা উপহার শুভকামনা ফাউন্ডেশনের

0
734

ডেটলাইন দুর্গাপুরঃ বড়দিন বা ক্রিসমাস হল বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় একটি বাৎসরিক উৎসব। প্রতি বছর ২৫ ডিসেম্বর  যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশেই মহা ধূমধামের সঙ্গেই এই উৎসব পালিত হয়।  তবে বর্তমানে খ্রিষ্টান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও এই উৎসবে সামিল হয়। এই উৎসবের মধ্য দিয়েই নতুন ইংরাজী বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়। রাজ্যের অন্যান্য জায়গার মতো দুর্গাপুরেও দিনটি উৎসব মুখর হয়ে ওঠে। শহরের প্রানকেন্দ্র সিটি সেন্টার এলাকায় চার্চ সহ বিভিন্ন শপিং মল ও পার্কে ব্যাপক জন সমাগম হয়। করনোর জন্য এবছর স্বাস্থ্যবিধি মেনেই উৎসব পালনে মেতেছে সাধারন মানুষ। বড়দিন উপলক্ষ্যে উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। সেই লক্ষ্যেই বিগত বছরের মতো এবছরও দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গাপুর স্টেশন ও স্টেশন বাজার এলাকার দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে কেক ও খেলনা তুলে দেওয়া হয়। পাশাপাশি রাস্তায় চলাচলকারী অনেক সাধারন মানুষের হাতেও কেক তুলে দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানো হয়। শুভকামনা ফাউন্ডেশনের সদস্যরা জানান,বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেই কামনাও করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here