ডেটলাইন নিউজ ডেস্কঃ দেশ জুড়ে লকডাউনের জন্যসব চেয়ে সমস্যায় পরেছেন দৈনিক আয়ের এক বড়অংশের গরীব মানুষ। তাদের কি হবে এই নিয়ে বিতর্কের মাঝেই এদিন এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গরিব দেশবাসীর জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। লকডাউনে সঙ্কটে পড়া দেশের দরিদ্রদের জন্যএই ১.৭ লক্ষ কোটির ‘গরিব কল্যাণ প্যাকেজ’ বা ত্রাণ ঘোষণা করল অর্থ মন্ত্রক। এই প্যাকেজের সুবিধা পাবেন দেশের সব পরিযায়ী শ্রমিক, শহুরে এবং গ্রামীণ দরিদ্র মানুষরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন,‘প্রধানমন্ত্রী অন্ন যোজনা’–র অন্তর্গত ৮০ কোটি গরিব মানুষকে জন পিছু বিনামূল্যে অতিরিক্ত পাঁচ কেজি চাল বা গম এবং বিনামূল্যে এক কেজি ডাল পরিবারপিছু দেওয়া হবে আগামী তিনমাস। দুদফায় দেওয়া হবে এই প্যাকেজ। এই সঙ্কটের সময় অক্লান্ত পরিশ্রম করে চলা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের প্রতি জন পিছু ৫০ লক্ষ টাকা করে বিমার আওতাভুক্ত করা হচ্ছে। এর ফলে চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ এই পরিষেবার সঙ্গে যুক্ত ২০ লক্ষ মানুষ উপকৃত হবেন। তিন আরও জানিয়েছেন, কিষাণ সম্মান নিধিতে ৮.৬৯ কোটি কৃষক তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে পাবেন। এপ্রিলের প্রথম সপ্তাহেই দেওয়া হবে প্রথম দফা।