একই দিনে জেলার দুই প্রান্তে নির্বাচনী সভায় অডিও টেপ নিয়ে সরব দিদি-মোদি

0
490

ডেটলাইন দুর্গাপুর ও আসানসোলঃ এক এক করে আট দফার ভোট গ্রহন শেষ হয়ে আসছে। এদিন পাশের জেলা পূর্ব বর্ধমানে ৮টি আসনে ভোট গ্রহন যখন হচ্ছে তখন পশ্চিম বর্ধমান জেলায় দলের প্রার্থীদের সমর্থনে একই দিনে দুই প্রান্তে প্রচার সভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেদের বক্তব্যে স্বভাবসিদ্ধভাবেই একে অপরকে বিঁধলেন। কিন্তু দুজনের বক্তব্যেই চলে এলো এবার নির্বাচনী বাজারে বিতর্কিত সেই অডিও টেপ প্রসঙ্গ। বুদবুদের সভায় গলসীর তৃণমূল প্রার্থী নেপাল ঘোরুই’র সমর্থনে প্রচারসভায় মমতা কার্যত হুঁশিয়ারী দিয়ে বললেন,’বিজেপির কোন ইস্যু নেই। আমি কার সাথে কথা বলছি, সেটাও ট্যাপ করছে। আমার ফোন ট্যাপ করছে। আমি ছেড়ে দেব না। সিআইডি তদন্তের নির্দেশ দেব। তদন্ত করে বের করব।” তিনি ফোন ট্যাপ নিয়ে বিজেপির দিকে আঙ্গুল তুলে বলেন,” বিজেপি ফোন ট্যাপ করে পাবলিশিটি করছে। তুমি করেছো বিজেপি। আমি খুঁজে বের করব। কে কে এই খেলায় আছে।” একই সঙ্গে প্রচারের সময় কমিয়ে দেওয়া নিয়েও তিনি কড়া আক্রমন করলেন নির্বাচন কমিশনকে। সভায় তিনি রাজ্যে বিগত ১০ বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমন করে বলেন,ওরা এরাজ্যে কি করেছে? মমতা অভিযোগ করেছেন, রোজ প্রধানমন্ত্রী আসছে। কোভিড বাড়িয়ে দিয়েছে। কোভিড নিয়ে চিন্তাভাবনা নেই। ৫ মাস কোভিড ছিল না। তখন যদি ভ্যাকসিনটা দিয়ে দিত। কোভিড নতুন করে আসত না। চিঠি লিখে বলেছিলাম, আমি টাকা দিয়ে কিনে নেব।’ অন্যদিকে, আসানসোলের জামুরিয়ার নিঘাতে পরিত্যক্ত এরোড্রাম সংলগ্ন ময়দানে পশ্চিম বর্ধমান জেলার দলের ৯ প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নরেন্দ্র মোদী। তিনিও তাঁর ভাষনে শীতলকুচি কাণ্ডে বিজেপির ফাঁস করা মমতা বন্দ্যোপাধ্যায় ও শীতলকুচির তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের কথোপকথনের অডিও নিয়ে তৃণমূল সুপ্রিমোকে বিঁধলেন। তিনি বলেন, কোচবিহারে সেদিনের ঘটনার পর একটি অডিও টেপ প্রকাশ্যে এসেছে। পাঁচজনের মৃত্যু দুঃখজনক কিন্তু মৃতদেহ নিয়েও রাজনীতি করছেন মমতা। সেই অডিও ক্লিপ থেকেই তা পরিস্কার হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, ‘এই টেপে কোচবিহারে তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রী মৃতদেহগুলি নিয়ে মিছিল করতে বলেছেন। এই টেপই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দিদি ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারেন। মৃতদেহ নিয়ে রাজনীতি করা দিদির পুরোনো অভ্যাস। এরই সঙ্গে মোদি বলেন, দিদি ছাপ্পা ভোট না মারতে না পেরেই গোসা করছেন। এবার দিদির ষড়যন্ত্র ব্যর্থ করবে সাধারণ মানুষ।’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here