করোনা নিয়ন্ত্রনে পরীক্ষাতেই জোর প্রধানমন্ত্রীর

0
713

ডেটলাইন ওয়েব ডেস্কঃ দ্রুত হারে বেড়ে চলা মহামারী করোনা সংক্রমন নিয়ন্ত্রনে পরীক্ষার উপরই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে টেস্টিংয়ের মাধ্যমে দ্রুত করোনা রোগী চিহ্নিত করতে পারলে তবেই চিকিৎসা সঠিক পথে এগোবে। নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ। এদিন সেই উদ্দেশ্যেই কলকাতা, মুম্বই এবং নয়ডায় তিনটি নয়া টেস্টিং ল্যাবের ভারচুয়াল উদ্বোধন করলেন প্রধান নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীকে আশ্বস্ত করলেন, অন্যান্য অনেক দেশের তুলনায় সুস্থতার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে ভারত। এদিনের ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  – মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ এবং উদ্ধব ঠাকরে। হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরাও। উত্তর প্রদেশের নয়ডার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, মুম্বইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেল্থ এবং কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনট্যারিক ডিজিজেস এই তিন রাজ্যের তিনটি শহরে একসঙ্গে তিনটি অত্যাধুনিক কোভিড টেস্টিং ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানে ১০ হাজারেরও বেশি স্যাম্পেল একদিনে টেস্ট করা যাবে এবং কম সময়েই পাওয়া যাবে রিপোর্টও। করোনা আবহে আপাতত কোভিড টেস্টে জোর দেওয়া হলেও মহামারী পরবর্তী সময়ে এখানে হেপাটাইটিস B ও C,HIV, মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, ডেঙ্গু ইত্যাদির পরীক্ষাও করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীকে রাজ্যগুলিকে সহায়তার জন্য করোনা মোকাবিলায় আলাদা তহবিল তৈরি করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here