ডেটলাইন দুর্গাপুরঃ বর্তমান সমাজে নানা সময়ে আমাদের প্রতিকূল পরিস্থিতির সামনে পরতে হয়। বিশেষ করে ছাত্রী ও মহিলাদের। আর সেকারনেই আত্মরক্ষার দরকার হয়ে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও স্কুলস্তরে আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষার উপর জোর দিয়েছেন। তাই বিভিন্ন স্কুলে ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। এদিন দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকায় এই রকমই একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
দুর্গাপুর ক্যারাটে জিমনাসিয়ামের ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহিদ পারভেজ, ইউথ দুর্গাপুর কারাটে একাডেমীর শিক্ষক প্রিন্স ঠাকুর এবং হিউম্যান রাইটস কাউন্সিল রাষ্ট্রীয় চেয়ারম্যান সরদার জগজিৎ সিংএর সহযোগিতায় এই একদিনের এই ক্যারাটে শিবিরটি আয়োজিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহিলা থানার এ এস আই পলি বর্ণ,হিউম্যান রাইটস কাউন্সিলের কলকাতা জেলার অবজারভার শেখ সোলেমান, পশ্চিমবঙ্গ রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট অনু বাউড়ি, পশ্চিম বর্ধমান জেলা সেক্রেটারি সজল নন্দী, হিউম্যান রাইটস কাউন্সিল রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং প্রমূখ।
জগজিৎ সিং বলেন, এক সময় তিনি ক্যারাটের শিক্ষক মোহাম্মদ শহীদ পারভেজের হাত ধরে ক্যারাটে শিখে আজ ব্ল্যাকবেল্ট অর্জন করেছেন এবং নিজের বাচ্চাদেরকে এখানে ছাত্র রূপে দেখতে পেয়ে তিনি খুব খুশি।একই সঙ্গে তিনি বলেন, আজকে সমাজে ক্রমাগত বেড়ে চলা মহিলা এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে মহিলা এবং শিশুদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া ভীষণভাবেই দরকার। প্রসঙ্গত,এর গুরুত্বকে মাথায় রেখে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। এদিনের ক্যারাটে শিবিরে অংশগ্রহনকারীদের মধ্যে বিপুল সারা লক্ষ্য করা যায়।