ডেটলাইন আসানসোল,১৬ মেঃ এবার থেকে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আসানসোল স্টেশনে দাঁড়াবে। বর্তমানে শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আসানসোল স্টেশনে দাঁড়ায়। কিন্তু, হাওড়া-রাজধানী এক্সপ্রেসের কোনও স্টপেজ আসানসোলে ছিল না। সেকারনেই দীর্ঘকাল ধরেই গুরুত্বপূ্র্ণ এই রেলটিকে আসানসোলে স্টপেজ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকেই দাবি জানানো হচ্ছিল। আসানসোল চেম্বার অফ কমার্স, সাউথবেঙ্গল চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্রকে দাবি জানিয়ে এসেছেন। সেই দাবি আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছেও তোলা হয়েছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন। এই দাবিকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে অনুরোধ জানিয়েছিলেন বাবুল। সেই অনুরোধ রেখেছেন রেলমন্ত্রী। তিনি সাংসদ বাবুল সুপ্রিয়কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। অবশেষে আসানসোলবাসীর সেই স্বপ্নপূরণ হচ্ছে বলে জানালেন বাবুল সুপ্রিয়। বাবুল আজ টুইটারে লেখেন, “প্রিয় আসানসোলবাসী, আনন্দের সঙ্গে জানাচ্ছি, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস (১২৩০১/১২৩০২ ) এবার থেকে আসানসোলে স্টপেজ দেবে। আমার এই উদ্যোগকে সিলমোহর দেওয়ার জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানাই।” এই খবরে স্বাভাবিকভাবেই আসানসোলের সাধারন মানুষ ও ব্যবসায়ী মহলও খুশি।