ডেটলাইন দুর্গাপুরঃ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে রাজ্যের অন্যান্য জায়গার মতো দুর্গাপুরেও বিভিন্ন এলাকার তৃণমূল কার্যালয়ে দলের কর্মীরা দিনটি উদযাপন করেন। কোথাও কেক কেটে আবার কোথাও সামাজিক কর্মসূচীর আয়োজন দেখা গেছে। এই উপলক্ষ্যে দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির ( কল্পতরু উৎসব) উদ্যোগে এদিন সম্প্রীতির রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মানবতার জন্য এই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দুর্গাপুর কল্পতরু মেলা ময়দানে। বিগত বছরগুলিতেও মুখ্যমন্ত্রীর জন্মদিনটি এই সাংস্কৃতিক মেলায় নানাভাবেই পালন করা হয়। এদিন এই শিবিরে সমাজের বিভিন্ন অংশের মোট ২৬ জন রক্তদান করেছেন। সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রাখী তেওয়ারী,কাউন্সিলার বর্ণালী দাস, মেলার অন্যতম আহ্বায়ক পার্থ দাস, নয়ন মালাকার প্রমূখ। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে আরও ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ডাঃ করবী কুন্ডু , ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ, রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত,অরবিন্দ মাজি,দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির পক্ষে রঞ্জন ব্যানার্জি ও কুন্তল রায় প্রমূখ। মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব বসু ঠাকুর এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে জয়ন্ত দাস ও শ্যামল ভট্টাচার্য সকল রক্তদাতা এবং মেডিকেল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...