ডেটলাইন ডেস্কঃ ১৯৯৯ সাল থেকে পালিত হয়ে আসছে হাসি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব হাস্য দিবস। বিশ্ব হাসি দিবস পালিত হয় বিশ্বের বিভিন্ন দেশে। মুম্বইয়ের চিকিৎসক ডাক্তার মদন কাটরা বিশ্ব জুড়ে হাসির ব্যায়ামের প্রতিষ্ঠাতা। বর্তমানে ১০৫ টিরও বেশি দেশে অসংখ্য হাসির ক্লাব আছে। আমাদের রাজ্যেও এই ধরনের বেশ কিছু সংস্থা রয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারেও রয়েছে নীরোগ হেলথ ক্লাব। তাদের পরিচালনায় স্থানীয় চতুরঙ্গ ময়দানে প্রতিদিন ভোরবেলা হাসির ব্যায়াম ও বিভিন্ন প্রাণায়ামে প্রচুর মহিলা পুরুষ নিয়মিত অংশগ্রহন করেন। কখনও কখনও একটা হাসি পুরোটা দিনকে উজ্জ্বল করে দিতে পারে। একটা হাসিমুখের জন্যই আমরা সব ধরণের চেষ্টা করি। যেমন সকাল সকাল উঠে পড়তে বসে যাওয়া, যেন মা-বাবা খুশি থাকেন। মা-বাবাও সারাদিন কত কষ্ট করেন যেন আমরা হাসিখুশি থাকতে পারি। হাসিমুখ দেখলে, সব কিছু ভালো লাগতে থাকে। বিজ্ঞানসম্মত ভাবে দেখা গেছে হাসলে মানুষের শরীর রিলাক্সড হয়। তার ফলে টেনশন কমে যায়। প্রাণখোলা হাসি হাসতে পারলে টেনশন রিলিজ হয়ে যাওয়ায় হার্টের পক্ষে খুব উপকারী। উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রাণখোলা হাসি দারুন দাওয়াই। হাসি স্ট্রেস হরমোন কমিয়ে মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে। শরীরের ক্ষতিকর এন্টিবডি গুলিকে প্রতিরোধ করে। জীবনে হাসির প্রয়োজন অনস্বীকার্য। হাসি মন ভালো করে দেয়। টেনশন কমাতে তাই হাসি চাই। হাসি মানুষকে নীরোগ জীবন দান করে। চার থেকে পাঁচ রকম হাসির ব্যায়াম করা হয়। প্রথমে হাত দুটোকে বুকের সামনে ও পেছনে সঞ্চালন করে পাঁচবার হো হো হা হা করে হাসি। এরপর হাত দুটো মাথার উপর তুলে হো হো করে হাসি। দ্বিতীয় হাসি খিল খিল করে অঙ্গভঙ্গি করে হাসি। তৃতীয় হাসি জিভ বের করে চোখ দুটো বড় করে হ্যা হ্যা করে হাসি। এতে থাইরয়েড গ্লান্ড এ চাপ পড়ে ও টন্সিল, থাইরয়েড সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রিত হয়। এরপরের হাসি মুখ ফুলিয়ে শব্দ না করে প্রচন্ড হাসি। তারপরের হাসি মুখ খুলে প্রচন্ড জোরে শব্দহীন হাসি। প্রতিটি হাসির একটু প্রাণায়াম করে মনকে স্থির ও শরীরকে বিশ্রাম দিতে হয়। হাসির ব্যায়ামের সঙ্গে বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সেসাইজ করতে হয়। শরীর স্বাস্থ্যের উপকারের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশেই বাড়ছে হাসির ব্যায়ামের জনপ্রিয়তা।
Latest article
গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের লক্ষ্যে দুর্গাপুর পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
ডেটলাইন দুর্গাপুর,১০ মেঃ গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের লক্ষ্যে দুর্গাপুর পুলিশ তাদের উৎসর্গ প্রকল্পের আওতায় শনিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। ইস্পাত...
উচ্চ মাধ্যমিকে দশম লাউদোহার শ্রীপর্ণা মন্ডল
ডেটলাইন দুর্গাপুর,৭ মেঃ বুধবার উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশ হতেই পশ্চিম বর্ধমানের পানশিউলি হাই স্কুলে খুশির হাওয়া। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা এবং...
শ্রমিক সংগঠন গুলির ডাকে ২০ মে দেশ জুড়ে ধর্মঘট
সংবাদদাতা, দুর্গাপুর: ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ২০ মে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। ইউনিয়ন গুলির পক্ষে জানানো হয়েছে, আইন করে শ্রমিকদের নূন্যতম...