ডেট লাইন মুম্বই:আজ লতা মঙ্গেশকরের ৯১ তম জন্মদিন।তাঁর সুরের জাদুতে আজও আচ্ছন্ন হয় গোটা দেশ। লতা মঙ্গেশকরের খুব ছোটবেলা থেকেই সংগীতের হাতেখড়ি। প্রথমে বাবা দীনানাথ মঙ্গেশকরের কাছে সংগীতশিক্ষা। তারপর উস্তাদ আমানত আলির কাছে সংগীতের তালিম নেন। তেরো বছর বয়সে বাবার মৃত্যু পর অসহায় হয়ে পড়েন লতা মঙ্গেশকর।শুরু হয় জীবনের লড়াই। একদিকে পরিবার অপর দিকে সঙ্গীত। দুদিকে সামঞ্জস্য রেখে বহু লড়াই করে তাঁকে এগিয়ে যেতে হয়েছে নিজেকে প্রতিষ্ঠার জন্য । চোদ্দ বছর বয়সে প্রথম প্লেব্যাক মারাঠি ছবিতে। তবে লতা সবার কাছে পরিচিত হলেন মহল ছবিতে। এরপর ধীরে ধীরে লতা মঙ্গেশকরের ছায়া দীর্ঘ হতে থাকল মুম্বই ইন্ড্রাস্ট্রিতে। একের পর এক নতুন গান উপহার দেন। সংগীত পরিচালকরা বার বার স্বীকার করেছেন যে লতা গান গাওয়া মানে তাঁদের সুরকে মর্জাদা দেওয়া,সব শিল্পী সংগীতকে অনুসরণ করে কিন্তু সংগীত অনুসরণ করে লতা মঙ্গেশকরকে। ১৯৭৪ সাল থেকে ১৯৯০ এই সময় তিরিশ হাজার গান গেয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন এছাড়া বাংলার তরফে বঙ্গভূষণ সম্মাণ অর্জন করেছেন। গোটা জীবনে প্রায় পঞ্চাশ হাজার গান গেয়েছেন। ডেট লাইন বাংলার পক্ষ থেকেও রইল লতা মঙ্গেশকরের ৯১ তম জন্মদিনে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য।ডেট লাইন বাংলা ও সকলের পক্ষ থেকে লতাজিকে জানায় সুরের মধ্যে যদি সত্যিই সরস্বতীর বাস হয়, তাহলে লতা মঙ্গেশকর সাক্ষাৎ সরস্বতী।