রক্তদান,বস্ত্রদানসহ সামাজিক কর্মসূচীর মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালন দুর্গাপুরে

0
706

ডেটলাইন দুর্গাপুরঃ রবিবার ছিল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস। সারা রাজ্যেই মর্যাদার সঙ্গেই পালিত হয় দিনটি। দুর্গাপুরেও একাধিক সামাজিক কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়।এই উপলক্ষ্যে কোথাও রক্তদান আবার কোথাও সাধারন মানুষদের মধ্যে বস্ত্রদান করা হয়। এই শুভদিনে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার দুর্গাপুর শাখার পক্ষ থেকে কাঁকসার জঙ্গলমহলের আদিবাসী অধ্যূষিত গ্যারাদো গ্রামে প্রায় পাঁচশত মানুষকে রান্না করা খাবার খাওয়ানো হয়। একই সঙ্গে সংগঠনের সদস্য সমাজসেবী অরুপ চট্টোপাধ্যায়ের সহযোগিতায় এই গ্রামের পুরুষ,মহিলা ও শিশুদের মধ্যে বস্ত্র প্রদানও করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শুভজিৎ নিয়োগী,সম্পাদক সৌরভ আইচসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যা। সৌরভ আইচ জানিয়েছেন, সারা বছরই তাদের সংগঠন মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। বিদ্যাসাগরের জন্মদিনেও তাই তারা আদিবাসী এলাকায় এই ধরনের একটি কর্মসূচী পালন করল। অন্যদিকে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সিটি সেন্টারে সংস্থার কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক কাজী নিজামউদ্দিন, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ ডা. করবী কুণ্ডু,জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক, বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম এবং সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এখানে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here