ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক ধাক্কা। আক্রান্তের সঙ্গেই বাড়ছে মৃত্যুর ঘটনা। শেষ পর্যন্ত সেই ধাক্কায় মাঝপথেই স্থগিত করে দেওয়া হল এবারের আইপিএল। এদিন বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা তথা বিসিসিআই জানিয়ে দিল – ‘আইপিএলের গর্ভনিং কাউন্সিল ও বিসিসিআই আপত্কালীন বৈঠকে সর্বসম্মতভাবে অবিলম্বে আইপিএল ২০২১ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সকলের স্বাস্থ্য, সুরক্ষা ও মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হল’। উল্লেখ্য, আগের বার দুবাইতে নির্বিঘ্নে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল সম্পন্ন করা গেলেও এবার দেশের মাঠে জৈব সুরক্ষা বলয় তৈরী করেও কেন করোনাকে রুখতে পারল না তা নিয়ে বিতর্কের সঞ্চার হয়েছে। সোমবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বিরাট কোহলির দল ব্যাঙ্গালোরের খেলা ছিল। কিন্তু তার মধ্যেই কেকেআরের দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। এই অবস্থায় বিরাট কোহলি ম্যাচ খেলতে চাননি। যার জেরে ম্যাচ বাতিল হয়ে যায় ৷ এরপর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ, দলের আধিকারিক এবং বাস ড্রাইভারও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।এদিন আবার সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর আসতেই বারবার ম্যাচ বাতিল করা আর সম্ভব না দেখে শেষ পর্যন্ত এবারের আইপিএল স্থগিত রাখারই সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিসিআই। তবে বোর্ড ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদসংস্থাকে জানিয়েছেন,আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে বাতিল করা হয়নি ৷ পরে পরিস্থিতির উন্নতি হলে ফের টুর্নামেন্ট শুরু হতে পারে ৷
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...