ডেটলাইন দুর্গাপুর,২১ জুনঃ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ ব্যক্তিগত সুস্থতা এবং মননশীলতার জন্য যোগ ব্যায়ামের অসংখ্য উপকারিতার উপর জোর দেয়, ব্যক্তিদের বিশৃঙ্খলার মধ্যে শান্ত থাকার আহ্বান জানায়। ২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয়ে আসছে বিশ্ব যোগ দিবস। এই বছরের প্রতিপাদ্য হল- ‘এক পৃথিবী,এক স্বাস্থ্যের জন্য যোগ’। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনস্ত মেরা যুব ভারত – দুর্গাপুর ও পতঞ্জলি যোগপীঠের ও পতঞ্জলি যোগ সমিতি দুর্গাপুর এর পরিচালনায় শীল্পাঙ্গন অডিটোরিয়াম হলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে ৩০০এর বেশী মানুষের অংশগ্রহণে যোগ ব্যায়াম প্রদর্শিত হয়। বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। পরিচালনা করেছেন যোগ প্রশিক্ষক কাবেরী মুখার্জী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পতঞ্জলি যোগপীঠের উপদেষ্টা নিরদ বরন হাজরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি’র সম্পাদক কবি ঘোষ, প্রাক্তন কাউন্সিলর মনি দাসগুপ্ত, বিশিষ্ট যোগ ব্যায়াম প্রশিক্ষক মৃত্যুঞ্জয় স্বর্ণকার প্রমূখ। মেরা যুব ভারত – দুর্গাপুর শাখার জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য অংশ গ্রহনকারী সকলকে শুভেচ্ছা জানান।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...