ডেটলাইন দুর্গাপুরঃ সামনেই বড়দিন। ঠিক তার আগেই উদ্বোধন হয়ে গেল শিশুদের জন্য খুব সুন্দর একটি পার্ক।এদিন সকালেই পার্কটির উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তাঁর এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকেই এই পার্কটি নির্মাণ করা হয়েছে। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এ-ব্লকের এই শিশু উদ্যান- এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলার সুভাষ মজুমদার,৪১ নং ওয়ার্ডের কাউন্সিলার শিপুল সাহা এবং এলাকার বিশিষ্ট নাগরিকরাপার্ক উদ্বোধন উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপন কর্মসূচীও পালন করা হয়। এই কাজের উদ্যোগে ছিল স্থানীয় রবীন্দ্রপল্লী এ-ব্লক রিক্রিয়শন ক্লাব। বড়দিনের আগে এমন একটা সুন্দর পার্ক উপহার পেয়ে খুশি এলাকার শিশুরা ও তাদের অভিভাবকরাও।