বিজ্ঞান দিবসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

0
841

ডেটলাইন দুর্গাপুরঃ প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ দিনটিকে দেশের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।বিজ্ঞান দিবসের উদ্দেশ্য হল সাধারন মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ানো।সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এদিন দুর্গাপুরের নডিহার বাসিন্দা সমাজসেবী তন্ময় স্বর্ণকারের উদ্যোগে নডিহার আনন্দপুর কালীবাড়ি এলাকার নিমাই ভিলাতে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে ৪০ জন পুরুষ,মহিলা ও শিশু তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।বিশিষ্ট চিকিৎসক ডা.সায়ক বিশ্বাস চিকিৎসার সঙ্গেই সবাইকে এই বিশেষ দিনের এবং স্বাস্থ্য সম্পর্কেও সচেতনতার বার্তা দেন। উল্লেখ্য, প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট আবিষ্কারের সম্মানে এই বিশেষ দিনটি উদ্যাপন করা হয় সারা দেশে। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে এই যুগান্তকারী আবিষ্কার করেন রামন। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে রামন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here