আসানসোলে পশ্চিম বর্ধমান ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের দ্বিতীয় সম্মেলন

0
1274

ডেটলাইন আসানসোলঃ চর্য্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি এবং পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং অনুপ্রেরণা রক্তদান ইন্ডিয়ার সহযোগিতায় রবিবার ১ অক্টোবর জাতীয় রক্তদান দিবসে পশ্চিম বর্ধমান জেলায় রক্তদান আন্দোলনে যুক্ত সমাজকর্মীদের নিয়ে আসানসোল রবীন্দ্র ভবন অডিটোরিয়ামে শুরু হল জেলা সম্মেলন। ‘সংহত করো-উন্নত করো-দৃঢ় করো’ জেলার রক্তদান আন্দোলনকে এই আবেদন নিয়ে এদিন সকালে আসানসোল গীর্জা মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে সম্মেলনের সূচনা হয়।আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের চিকিৎসক ডাঃ শাশ্বতী সেনগুপ্ত এবং স্বামী ভাস্বরানন্দ মহারাজ। প্রথম দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ই এস আই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ অতনু ভদ্র, দেশজুড়ে সাইকেলে রক্তদানের প্রচারক জয়দেব রাউত,বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ,রাজেশ পালিত,সুজন চক্রবর্তী,তুষার মুখার্জি,সুইচ অন ফাউন্ডেশন এর দেবাশীষ মাজি প্রমূখ। সম্মেলন স্থলে ভ্রাম্যমাণ রক্তযানে আয়োজিত শিবিরে ২৪ জন প্রতিনিধি রক্তদান করেছেন। এছাড়াও ‘রক্তদান শ্রেষ্ঠদান’ শীর্ষক অঙ্কন প্রতিযোগিতায় ৭৮ জন অংশগ্রহণ করেছেন। ‘ব্যক্তি জীবনে স্বাস্থ্য ও পরিবেশের গুরুত্ব’ শীর্ষক আলোচনায় অংশ নেন ডা: অপূর্ব সিংহ রায় (বিচারপতি, কলকাতা হাইকোর্ট),শিক্ষাবিদ সুভাষ মুখোপাধ্যায়, ডা: স্বরূপ চক্রবর্তী (ন্যাশানাল মেডিকেল কলেজ কলকাতা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here