ডেটলাইন দুর্গাপুরঃ সরকারের এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন বাংলার সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করার। সেই স্বপ্নই এবার বাস্তবের পথে। রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক সোলার বিদ্যুৎ প্রকল্প তৈরী করা হচ্ছে। যেমন এবার দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে ২০০ কিলোওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । ২০০০ বর্গ স্কোয়ার ফুটের ওপর নির্মিত এই সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পিডিসিএলের চেয়ারম্যান শান্তনু বসু , ডিপিএলের এমডি গৌতম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগন । প্রকল্পটি রুপায়ণে মোট ব্যয় হয়েছে ১কোটি ৫৪ লক্ষ ৪৯ হাজার ৩৭ টাকা। এর মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন ও আগামী ৫ বছরের জন্য প্রকল্পের রক্ষনাবেক্ষনের জন্য ১ কোটি ২০ লক্ষ ১৬ হাজার ৬০৬ টাকা এবং পরিকাঠামো উন্নয়ন বাবদ ব্যয় ধার্য আছে ৩৭ লক্ষ ৫২ হাজার ৩৮১ টাকা। প্রকল্প রুপায়ণের ব্যয়ভার যৌথভাবে পশ্চিমবঙ্গ সরকার ৭০ শতাংশ এবং ভারত সরকারের নব ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক ৩০ শতাংশ বহন করেছে বলে জানা গেছে। প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি উৎস বিভাগের অধীনস্ত WBREDA এর মাধ্যমে রুপায়িত হয়েছে। এই প্রকল্পে ২৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৮০০টি সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৪টি গ্রীড যুক্ত উন্নতমানের ইনভার্টারের মাধ্যমে এবং ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারের মাধ্যমে ডিপিএলের গ্রীডে সংবাহিত হবে। ২০০ কিলোওয়াট এই সৌর প্রকল্পের বাৎসরিক শক্তি উৎপাদন লক্ষ্যমাত্রা আনুমানিক ২৬ লক্ষ ইউনিট যা ৩৯০ টন কয়লার ব্যবহার কমাবে। একই সঙ্গে কমবে দূষণের মাত্রাও। এর ফলে আর্থিক দিক থেকেও লাভবান হতে পারবে ডিপিএল। উদ্বোধনের পর বিদ্যুৎমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে ১০০ থেকে ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা হবে রাজ্যে । তাপবিদ্যুতের পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাজ্য জুড়ে করা হচ্ছে । ১ মেগাওয়াট ইউনিট এর জন্য প্রায় ৪/৫ একর জমি প্রয়োজন , সেক্ষেত্রে জলের ওপরও সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন জমি পেলে এরকম আরও সৌর বিদ্যুৎ প্রকল্প করা হবে। ডিপিএল সৌর বিদ্যুৎ প্রকল্পের এমডি উত্তম মুখার্জী জানান,এই প্রকল্পে বার্ষিক ২৫ লক্ষ টাকা আয় হবে ডিপিএলের । আগামী ৭ বছরের মধ্যে এই প্রকল্পে নিয়োগের মুল টাকা উঠে আসবে।