ডেটলাইন দুর্গাপুর: করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে মারাত্মক আকার ধারণ করে চলেছে তাতে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। বাইরে বের হলেই মাস্ক পরা যেমন জরুরি তেমনই সামাজিক দুরত্ব মেনে চলা প্রত্যেকের অবশ্য কর্তব্য। ইতিমধ্যে বিশ্বের অনেক দেশের সঙ্গে আমাদের দেশেও দ্বিতীয়বার করোনা দ্রুত গতিতে হানা দিয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর শহরেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের সঙ্গে মৃত্যুর সংখ্যা ও বাড়ছে। কিন্তু তাসত্ত্বেও এক শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতার অভাব ও উদাসীনতা দেখা যাচ্ছে। এই অবস্থায় বুধবার দুর্গাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় দুর্গাপুর মহকুমা প্রশাসন ও কোক ওভেন থানার পুলিশ। যারা মাস্ক পড়েনি তাদের বিরুদ্ধে কঠোর শাসন দেখানো হয় এবং স্বাস্থ্য বিধি কেউ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এই অভিযান চলবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিনের অভিযানে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী এবং কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী মিডিয়াকে জানান,সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য। মাস্ক না পড়ে বাইরে বের হাওয়ার জন্য এদিন বেশ কজনকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান এখন চলবে বলে জানান,মহকুমা শাসক।