৪ মহিলা সহ ৫ গাঁজা পাচারকারী কোক ওভেন পুলিশের জালে

0
116

ডেটলাইন দুর্গাপুর: আগেও একাধিকবার গাঁজা পাচারকারীদের ধরেছে কোক ওভেন থানা পুলিশ। তবে এবার চারজন মহিলা সহ আন্ত: রাজ্য গাঁজা পাচার চক্রের মোট ৫ জন কে গ্রেফতার করার পর রীতিমতো অবাক হতে হয়েছে পুলিশ কে। কারণ, এই প্রথম বার এই ধরনের গাঁজা পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল মাঝ বয়সী থেকে ষাটোর্ধ মোট চারজন মহিলা। এদের নাম জানা গেছে দেবী দাস(৪০), সনকা দাস(৩০),ঊষা মন্ডল(৬০), মিনতি ঘোষ (৬৫) এবং আনন্দ চট্টোপাধ্যায় (৩৪)। এরা সবাই নদীয়া জেলার বাসিন্দা। কোনো রকম সন্দেহ যাতে না হয় তাই এই মহিলাদের দিয়ে গাঁজা পাচারের নতুন ছক কষা হয়েছে বলেই মনে করছে পুলিশ। রবিবার এদের আদালতে তোলা হয়েছে। পুলিশ এদের হেফাজতে নিয়ে এই চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। এদের থেকে ৩৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা আটক করেছে পুলিশ। এদের শনিবার সন্ধায় এদের গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে। সূত্র অনুযায়ী, ধৃত পাচারকারীরা ওড়িশার পালঙ্কি থেকে ট্রেনে করে ধানবাদ এবং সেখান থেকে দুর্গাপুর পৌঁছয়। উদ্দেশ্য ছিল— গন্তব্যে যাওয়ার আগে গাঁজা সরবরাহ করা। কিন্তু তার আগেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাদের ধরে ফেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here