কোক ওভেন থানায় “ ফিরে পাওয়া” কর্মসূচি নিয়ে খুশি নাগরিকরা

0
403

ডেটলাইন দুর্গাপুর: আমাদের সমাজে এক গুরুত্বপূর্ন অংশ হিসেবে অবস্থান করছে পুলিশ বিভাগ। নির্বাচন থেকে নানা উৎসবে সর্বত্রই নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে পুলিশকর্মীর। সাধারণ মানুষের যে কোনো বিপদ হলেই ছুটে যেতে হয় পুলিশের কাছে। সোজা কথায় মানুষ এক নিরাপদ আশ্রয় হিসেবে আস্থা রাখে পুলিশের ওপর।
আজ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি মালিকদের হাতে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। শনিবার দুর্গাপুরের কোক ওভেন থানায় “ফিরে পাওয়া” নামে কর্মসূচির মাধ্যমে মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই নিজেদের মোবাইল ফিরে পেয়ে খুশি হয়েছেন মোবাইল ফোনের মালিকরা। তারা জানান, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির পর থানায় তারা অভিযোগ করলেও সেগুলি যে ফিরে পাওয়া যাবে তা ভাবতেই পারেননি তারা। তাই এই কাজের জন্য তারা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। এই অনুষ্ঠানেই সাইবার প্রতারণার শিকার চন্দন চক্রবর্তী নামে এক ব্যাক্তির ব্যাঙ্ক একাউন্ট থেকে খোয়া যাওয়া ১৪ হাজার ৮২৪ টাকাও ফিরিয়ে দেওয়া হয়। তিনিও ভাবতে পারেননি এই টাকা ফেরৎ পাবেন। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার বলেন, বর্তমানে নানা ভাবেই মানুষ প্রতারনার শিকার হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাইবার প্রতারনা নিয়ে সব সময় মানুষকে সতর্ক করা হচ্ছে। এছাড়াও আমরা ‘ফিরে পাওয়া’ কর্মসূচীর মাধ্যমে সর্বদাই চেষ্টা চালাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তা মালিকদের ফিরিয়ে দিতে। আগেও এই কাজে আমরা সফল হয়েছি। তিনি সকলকে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here