উৎসবের মরশুমে ১৬৪ ইউনিট রক্ত সংগ্রহ

0
259

ডেটলাইন দুর্গাপুর,২ নভেম্বরঃ চলতি নভেম্বর মাস জুড়ে মোট ২৫টি শিবির থেকে ৫৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন,তাদের এই উদ্যোগে একাধিক সমাজসেবী সংস্থাও সহযোগিতা করছে। ‘আলোকজ্জ্বল উৎসব হোক রক্তদানের সাথে…..’ এই বার্তা দিয়ে শুরু হয়েছে একাধিক রক্তদান শিবির।

শনিবার দুর্গাপুরের মহানন্দাপল্লী নবীন সংঘ স্পোর্টিং ক্লাব ঘরে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করলেন। তার মধ্যে ১১ জন প্রথম বার রক্ত দিলেন। শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ,বিশিষ্ট চিকিৎসক ডা: ইন্দ্রজিত মাজি ও ডা: দিলীপ মন্ডল, ক্লাব সম্পাদক বাপী চক্রবর্তী, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জী, সমাজসেবী মনোজ উপাধ্যায় প্রমূখ। এখানে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। জেলার ২টি সরকারি ব্লাড সেন্টারের (আসানসোল ও দুর্গাপুর) রক্তের ভান্ডার পূর্ণ করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় এদিন মোট ৩টি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মোট ১৬৪ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। এদিন অন্য দুটি শিবির হয়েছে রাণীগঞ্জ পুলিশ থানার উদ্যোগে এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিকাপুরে। ওই দুই শিবিরে যথাক্রমে ১১৫ জন এবং ২৪ জন রক্তদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here