মুখ্যমন্ত্রীর ‘উৎসর্গ’ কর্মসূচীতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল কোকওভেন থানা

0
611

ডেটলাইন দুর্গাপুরঃ আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের পেশাগত দায়িত্ব বা চাকরীর শর্ত হতেই পারে। তাই বলে সমাজের অন্যান্য কাজে তাদের ভূমিকা থাকবে না সেটা কি হতে পারে? চাকরীর বাইরেও সামাজিক নানা কাজেও তাই দেখতে পাওয়া যায় পুলিশকেও। কখনও বৃক্ষরোপণ কর্মসূচী আবার কখনও খেলাধূলার অনুষ্ঠানের আয়োজন। এবার রক্তদান শিবির আয়োজনে সামিল হলেন কোক ওভেন থানার পুলিশকর্তারা। প্রতি বছর গ্রীষ্মকাল এলেই রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান অনেক কমে যায়। ফলে রোগীদের প্রয়োজনীয় রক্ত দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় হাসপাতালগুলিকে। এই সমস্যা দূর করার লক্ষ্যে পুলিশকর্মীদের এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ‘উৎসর্গ’ কর্মসূচীর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও পুলিশের উদ্যোগে একাধিক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং এখনও চলছে। সোমবার দেখা গেল কোকওভেন থানার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ৬৭টি জন রক্তদান করলেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় বাগের নেতৃত্বে এই শিবিরটি সুচারুভাবেই পরিচালিত হয়েছে। এখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোকওভেন থানার সাবইন্সপেক্টর মিলন ভুঁই, সমাজসেবী উদয় চ্যাটার্জী, বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারী, সামাজিক ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়ার সভাপতি শুভজিৎ নিয়োগী,সংস্থার সম্পাদক সৌরভ আইচ প্রমূখ। সামাজিক কাজের জন্য হিউম্যান রাইটস অ্যাসোসিয়েটস অফ ইন্ডিয়াকে সংবর্ধনা জানান কোকওভেন থানার আধিকারিক অজয় বাগ। এই শিবিরে স্বেচ্ছাদানের রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও বিবেকানন্দ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানিয়েছেন কোকওভেন থানার আধিকারিক অজয় বাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here