চলছে লক ডাউন তাই দুর্গাপুরে ন্যানো রক্তদান শিবির

0
922

ডেটলাইন দুর্গাপুরঃ করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রায় সব কিছুই বন্ধ।স্বাভাবিক জনজীবন  কার্যত স্তব্ধ। কিন্তু তাঁর  মধ্যেও সামাজিক দায়িত্ব পালন করার জন্য নিজেদের জীবনের মায়া ত্যাগকরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশ ও সংবাদ মাধ্যমের  প্রতিনিধিরা রাস্তায় বেরিয়ে কাজ করে চলেছেন। লক ডাউনের কারনে অনেক ক্ষেত্রেই  প্রতিকূলতার সঞ্চার হয়েছে। তার মধ্যে ব্যাপক সংকট দেখা দিয়েছে সরকারী ব্লাড ব্যাঙ্ক  গুলিতে। কারন সামাজিক সব কর্মসূচী বন্ধ থাকার কারনে কোথাও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে  না। তাই দুর্গাপুরের সরকারী ব্লাড ব্যাঙ্কেও রক্তের টান দেখা দিয়েছে। বিশেষকরে কয়েকটি গ্রুপের রক্ত  একেবারেই কমে গেছে। এইমূহূর্তে বিধাননগরে সরকারী ব্লাড ব্যাঙ্কের (A+ = 0. B+= 52 O+ = 21. AB+= 0) অবস্থা এই রকম বলে জানাগেছে। নেগেটিভ গ্রুপের রক্ত নেই। এই পরিস্থিতির কথা জানতে পেরে দ্রুত  A+  এবং  AB+  ভান্ডার পূর্ণ করতে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে আজ সকাল ১০.৩০ মিঃ থেকে  বেলা ১২ পর্যন্ত সময় ভাগ করে ২জন মহিলা সহ মোট ২৩ জনের রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিধাননগর হাসপাতাল ব্লাড ব্যাংকে। এখানে সংগৃহীত হয়েছে  A+ = 16 টি, AB+ = 5টি, O+ = 1টি এবং B+ = 1টি। এই সংকটকালীন সময়ে রক্তদানে উদ্বুদ্ধ  করার জন্য দুর্গাপুরের রক্তদান আন্দোলনের অন্যতম সৈনিক  রাজেশ পালিত, সাংবাদিক সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কেয়া দেবী, বিশিষ্ট সমাজকর্মী বিশ্বরূপ দে ও তাঁর স্ত্রী  রীতা দে, দুর্গাপুর কোর্টের আইনজীবী সুব্রত মুখার্জি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রভাত সা্হা, বিশিষ্ট ব্যবসায়ী  রঙ্গন গুহ রক্তদান করেন।এমনিতেই করোনা মোকাবিলায় নিজেদের প্রানের তোয়াক্কা না করে প্রতিদিন রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের। তাঁর মধ্যেও যে তারা সামাজিক দায়িত্ববোধ থেকে সরে আসেননি, তারই এক  প্রমান পাওয়া গেল দুর্গাপুর বিজোন ফাঁড়ির আধিকারিক মনোরঞ্জন মন্ডলকে দেখে।দুর্গাপুরে সরকারী ব্লাড ব্যাঙ্কেরক্তের অভাবের কথাজানতে পেরে তিনিও চলে আসেনএই শিবিরে। তিনি সহ ৩জন  পুলিশ কর্মী এখানে রক্তদান করেন। এছাড়াও অটো চালকদের সংগঠন  “আমাদের পরিবহন সংস্থা’র থেকে ৪জন  রক্তদান  করেছেন। এইশিবিরে এসে  দূর থেকে সকলকে  উৎসাহিত করেছেন বিশিষ্ট আইনজীবী আইয়ূব  আনসারী, ব্লাইন্ড রিলিফ সোসাইটির রঞ্জন ব্যানার্জি, সমাজসেবী রূপেন নন্দন এবং দুর্গাপুর  নগর  নিগমের ৪ নং  বরো চেয়ারম্যান চন্দ্রশেখর  ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here