ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম নেতা কবি ঘোষের ৬০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে রবিবার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর উদ্যোগে এবং মারোয়ারী যুব মঞ্চ এবং অখিল ভারতীয় মারোয়ারী মহিলা সম্মেলন বিধাননগর শাখার সহযোগিতায় বিধাননগরে অবস্থিত সুষমা হাউসে এক উৎসব মুখর পরিবেশে আয়োজিত এক রক্তদান শিবিরে ১৫ জন মহিলা সহ মোট ৬৫ জন রক্তদান করেছেন। ৩২ জন এই প্রথমবার রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির নেতৃত্ব মৃত্যুঞ্জয় সামন্ত ও অভিজিৎ অধিকারী তাদের জন্মদিন উদযাপননের জন্য এই শিবিরে রক্তদান করেছেন। শারিরীক অসুস্থতার কারণে কবি ঘোষ রক্ত দিতে পারেননি।তার পরিবারের পক্ষে স্ত্রী শর্মিলা ঘোষ,পুত্র কাব্য ঘোষ,পুত্রবধু সৃজা অধিকারী ঘোষ রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক রাজেশ পালিত। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মানবেন্দ্র চক্রবর্তী, ডা: সুজিত সরকার ডা: অত্রেয়ী ব্যানার্জি সহ দুর্গাপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর নেতৃত্ব ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। একই দিনে অন্য দুটি শিবিরও আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর টেটিখেলা ইউনাইটেড ক্লাব এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় কালীগঞ্জ টেটিখেলায় আয়োজিত রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। অন্যদিকে,সগড়ভাঙ্গা রামকৃষ্ণানায়ন সেবা সমিতির উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় সগড়ভাঙ্গা পুরাতন বিডিও অফিস সংলগ্ন জলট্যাঙ্ক এর সন্নিকটে আয়োজিত রক্তদান শিবিরে ১৬ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেছেন। এখানে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।
Home আসানসোল-দুর্গাপুর দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক কবি ঘোষের জন্মদিনে স্বেচ্ছা...